হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ মে) দুপুর দুইটার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান মুন্না স্টোরকে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজারে অবস্থিত বসুন্ধরা কোম্পানীর তেলের ডিলার মুন্না স্টোর ধার্যকৃত ১৬০ টাকা মূল্যের এক লিটার সয়াবিন তেল খুচরা বিক্রেতাদের কাছে ১৮০ টাকায় বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক, কচাকাটা থানার সাব ইন্সপেক্টর আব্দুর রবসহ পুলিশের একটি টিম। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড