শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়ন পরিষদের বালাশ্বর গ্রামে হারভেষ্টার মেশিনের (ধান কাটার যন্ত্র) নিচে চাপা পড়ে সোলেমান (১০) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু ওই গ্রামের মিলন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ৪ নং ওয়ার্ডের ইউপি মেম্বার বাবর আলী বলেন, সোমবার (৯ মে) এ দুর্ঘটনা ঘটলেও বাদীপক্ষের আপত্তি না থাকায় মঙ্গলবার (১০ মে) সকালে ৮০ হাজার টাকায় আপোষ মীমাংসায় লাশ দাফন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার বিকালে বালাশ্বর পূর্বপাড়া গ্রামে ধান কাটার সময় হারভেষ্টার মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু সোলেমান (১০)। সোমবার রাতে স্থানীয়ভাবে ৮০ হাজার টাকায় মিমাংসার পর মঙ্গলবার সকাল ১১টার দিকে শিশুর লাশ দাফন করা হয়।
আরও পড়ুন : বৃষ্টির দাপটে আলুচাষিদের সর্বনাশ
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, বাদীপক্ষকে মামলা করার জন্য থানায় নিয়ে আসা হয়েছিল। মামলা করতে রাজি না হওয়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড