সাইফুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে একটি পেট্রল পাম্পে লিটারে ১৪ টাকার পেট্রল কম দেওয়ায় পাম্প ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ধামইরহাট পূর্ব বাজারের ন্যাশনাল পেট্রোলিয়াম এন্ড ফিলিং স্টেশনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় কারচুপির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৬ ধারা লঙ্ঘনের দায়ে পাম্প ম্যানেজার রতন হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ।
মোবাইল কোর্টের পেশকার মেহেদী হাসান জানান, উপজেলার দুটি পেট্রল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে ধামইরহাটের প্রাণকেন্দ্রের আকতার হোসেনের পাম্পে এই অনিয়ম হওয়ায় তার ম্যানেজার রতনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড