শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালীতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশু রাইসা (৬) ও জাইছার (৪) মৃত্যু হয়েছে। একইদিনে পুকুরে পড়ে মারা যায় আরেক শিশু হুজাইফা (২)।
প্রথম ঘটনাটি মঙ্গলবার (১০ মে) সকাল ১০টায় বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার বাগমারা মাররগনি ও দ্বিতীয় ঘটনাটি একইদিন বেলা আড়াইটার দিকে বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার উত্তর জলদী নেয়াজর পাড়ায় ঘটে।
নিহত দুই বোন রাইসা ও জাইছা একই ইউনিয়নের বাগমারা ৩ নম্বর ওয়ার্ড এলাকার হাত্তুনি বাপের বাড়ির মুহাম্মদ করিমের মেয়ে এবং নিহত মোবাশ্বির হোজাইফা বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী মুহাম্মদ হামিদুর রহমান বাদশার মেয়ে।
স্থানীয় বাগমারা ক্লিনিকের সিএইচসিপি মুহাম্মদ আব্দুল আলীম বলেন, বাচ্চা দুটি নানার বাড়িতে বেড়াতে আসে। বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বেলা ২টার দিকে তাদেরকে পুকুর থেকে মৃত উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত শিশু হুজাইফার চাচা মুহাম্মদ শহিদ বলেন, সবার অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় হুজাইফা। সেখান থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত রবিবার খেলতে গিয়ে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তৈলারদ্বীপ সেতু সংলগ্ন এলাকার তেচ্ছিপাড়ার সাজ্জাদ হোসেনের দুই শিশু শঙ্খনদে ডুবে মারা যায়।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড