এস. এম. রাসেল, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এবিএম আবদুল কুদ্দুস নামে এক মাদরাসা শিক্ষকের ৩ শতাধিক কলাগাছ রাতের আধারে কেটে ফেলেছে প্রতিপক্ষ। এতে করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে ওই শিক্ষকের।
সোমবার(৯ মে) সকালে এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। রবিবার(৮ মে) রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েতনগর এলাকার দড়িচর-লক্ষিপুর গ্রামের শিক্ষক এবিএম আবদুস কুদ্দুস প্রায় তিন মাস আগে তার বাড়ির পাশে দড়িচর মৌজার পৈত্রিক ৬৪ শতাংশ জমিতে ৩ শতাধিক কলাগাছ রোপণ করেন। কিন্তু ওই জমি নিয়ে এবিএম আবদুল কুদ্দুসের সঙ্গে একই এলাকার লোকমান সরদারের দীর্ঘদিন ধরে মাদারীপুর কোর্টে একটি মামলা চলছিল। ওই মামলায় রায় পান শিক্ষক এবিএম আবদুস কুদ্দুস। এ মামলায় রায় পাওয়ার পরই ক্ষিপ্ত হয়ে লোকমান সরদারের নেতৃত্বে সুমন সরদার ও শাহিন সরদারসহ বেশ কয়েকজন মিলে রাতের আধারে রামদা দিয়ে ওই কলাগাছগুলো কেটে ফেলে।
ক্ষতিগ্রস্ত শিক্ষক এবিএম আবদুস কুদ্দুস বলেন, আমার জমির কলাগাছগুলো বিনা কারণে লোকমান ও তার লোকজন মিলে কেটে ফেলেছে। আমি থানায় অভিযোগ করেছি। তবে অভিযুক্ত লোকমান সরদারের দাবি, ওই জমি তার।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড