তন্ময় কুমার সাহা, রায়পুরা নরসিংদী
নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশের একটি ঝোঁপ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ মে) বেলা ১২ টায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার সজল ভূঁইয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশের রেললাইনের পাশের ঝোঁপ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরা নরসিংদী আঞ্চলিক সড়ক করিমগঞ্জ এলাকার সজল ভূঁইয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশের রেললাইনের পাশে ঝোঁপে মরদেহটি দেখতে পান ফিলিং স্টেশনের নৈশ প্রহরী আব্দুল ওয়াহাব মিয়া। পরে স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা রায়পুরা থানা ও রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। সিমানা জটিলতায় লাশ উদ্ধার হতে কিছুটা বিলম্বিত হয়। পরে সকাল ১২ টায় রায়পুরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। পুলিশের ধারণা লাশ ট্রেনে কাটা পড়ে নয়, কেউ মেরে এখানে মরদেহ ফেলে চলে গেছে।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) গোবিন্দ সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি। কিভাবে কি ঘটেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড