মিজানুর রহমান, টেকনাফ
কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার জেলায় টানা ৯ম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান।
রবিবার (৮ মে) কক্সবাজার পুলিশ সুপারের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ পুরস্কার তুলে দেন।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় ২০২২ এপ্রিল মাসের পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ইউনিটের ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সেরা অফিসারদের ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এতে কক্সবাজার জেলায় টানা ৯ম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন জনাব মো. হাসানুজ্জামান, পিপিএম, পুলিশ সুপার, কক্সবাজার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, জনাব মো. শাকিল আহমেদ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, মহেশখালী সার্কেল, আবু তাহের ফারুকী, সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, জনাব খন্দকার গোলাম শাহনেওয়াজসহ নয়টি থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জবৃন্দ।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় ২০২২ এপ্রিল মাসের পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ইউনিটের ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সেরা অফিসারদের ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড