আব্দুল্লাহ আল মামুন, ফটিকছড়ি (চট্টগ্রাম)
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার খিরাম ইউপিতে বিদ্যুৎস্পৃষ্টে ওয়াহিদুরজ্জামান তানবির (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (৮ মে) দুপুরে ইউপির ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার আগের দিন তানবিরের মেজ ভাইয়ের বিয়ে হয়। সে ওই এলাকার ছিদ্দিক মাস্টার বাড়ির তৌহিদুজ্জামানের ছেলে৷
নিহতের পরিবার থেকে জানা যায়, রবিবার দুপুরে তানবির পুরাতন ঘরে ফ্যান লাগানোর জন্য তার প্লাস নিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে থাকে। এ সময় তার বাবা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির আঙিনায় প্রবেশ করলে ছেলেকে মাটিতে পড়া অবস্থায় হাতে প্লাস ও বৈদ্যুতিক তার দেখে সুইচ বন্ধ করে। সাথে সাথে পরিবারের সবাই উদ্ধার করে স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড