নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)
বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার অভিযানে ফেনসিডিলসহ বাবু (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (৮ এপ্রিল) রাত ১২ টার দিকে সান্তাহার জংশন স্টেশনের ৩নং প্লাটফর্মে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা পুলিশ ব্যাগ থেকে ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত বাবু রাজশাহী জেলার চারঘাট থানার হদিনগাছি এলাকার বাবর আলীর ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সাকিউল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চিলাহাটি হইতে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ফেনসিডিল বহন হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। পরে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে থামার পর প্লাটফর্মে অভিযান চালিয়ে পুলিশ ব্যাগ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড