শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালীতে শঙ্খনদে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (৮ মে) বিকালে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকার তৈলারদ্বীপ সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম- মোহাম্মদ সাহেদ হোসেন (৭) ও মোহাম্মদ রাব্বি হোসেন (৫)। তারা স্থানীয় মোহাম্মদ সাজ্জাদ হোসেনের ছেলে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে তৈলারদ্বীপ সেতু সংলগ্ন এলাকায় নদের ধারে খেলা করার সময় দুই শিশু নদে তলিয়ে যায়। ওই সময় দুইজনকে উদ্ধার করে আনোয়ারায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।
নিহতদের পিতা সাজ্জাদ হোসেন বলেন, আমার দুই ছেলে নদের ধারে খেলার সময় ডুবে গেলে দুইজনই মারা যায়। ঘটনার সময় আমি কাছেই ছিলাম কিন্তু তাদের বাঁচাতে পারিনি।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড