নাজির আহমেদ আল-আমিন, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের পৃথক অভিযানে ৬০৯ বোতল ফেন্সিডিলসহ মাহবুব (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার (৭ মে) রাতে শহরের নিউটাউন (কমলপুর) এলাকা থেকে তাকে আটক করা হয়। মাহবুব নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
ভৈরব র্যাব ক্যাম্প সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শহরের কমলপুর নিউটাউনস্থ শাহিন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে মাহবুব জানায়, সে দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তর্তী এলাকা থেকে ফেন্সিডিল এনে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
একই রাতে শহরের চন্ডিবের গ্রামের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মনির মিয়ার বাড়ির পূর্ব পাশের রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা ১টি প্রাইভেটকারের ভেতর থেকে ৩০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড