কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় এক ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করা হয়েছে তার প্রতিষ্ঠানটি।
রবিবার (৮ মে) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারের জাম্মি ডেন্টাল কেয়ারে অভিযান চালায় সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাজহারুল ইসলাম জানান, চিকিৎসক সেজে ভুল চিকিৎসা দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারের জাম্মি ডেন্টাল কেয়ারে অভিযান চালানো হয়। সেখান থেকে আটক করা হয় মোহাম্মদ জামিল মুজহারী জাম্মি নামের ওই ভুয়া চিকিৎসককে।
ডিগ্রি না থাকলেও সার্জন হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখা ও প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সিলগালা করা হয়েছে তার প্রতিষ্ঠানটি। অভিযানে সহযোগিতা করেন সদর থানা পুলিশের একটি টিম।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড