মো. মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টর কোরবান আলী (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার বরাত নগর এলাকার সাজাহানের গ্যারেজে এ ঘটনা ঘটে।
মৃত সাজাহান কুষ্টিয়ার সদর উপজেলার আমানতপুর এলাকার জয়নাল মিয়ার ছেলে। সে ধামরাই পৌরাসভার দক্ষিণ পাড়া এলাকার হযরত আলী মাস্টারের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকত।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে তার ভাড়ায়চালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে গুরুতর অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড