বিশেষ প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলায় একটি ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ লুট করেছে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি ইয়াসিন সরদার, সহযোগী মূসা এবং তার সহযোগীরা। শুধু তাই নয়, ঘেরের পাড়ে থাকা কলা গাছ কেটে ফলও নিয়ে গেছে তারা।
শনিবার (৭ মে) সকালে গাড়াখোলা চিংড়ি মাছ বাজারের দক্ষিণ পাশে বিলডাকাতিয়ায় সেকেন্দার আবু জাফরের ঘেরে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ঘেরের মালিক সেকেন্দার আবু জাফরকে অকথ্য ভাষায় গালাগালি, বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও মারতে উদ্যত হয় সন্ত্রাসী ইয়াসিনসহ তার সহযোগীরা।
এ বিষয়ে ফুলতলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেকেন্দার আবু জাফর বাদী হয়ে সন্ত্রাসী ইয়াসিন, তার সহযোগী মূসাসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মতিয়ার গাজী বলেন, ‘সন্ত্রাসী ইয়াসিনের নেতৃত্বে জাফর মোড়লের ঘের লুট করতে আমি দেখেছি। ইয়াসিন বিভিন্ন সময়ে মাছ চুরি করে আসছে। সে এসব কাজে আগে থেকেই জড়িত। আমরা তার এসব কাজের ভুক্তভোগী এবং নিরুপায়। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই।’
এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, ‘অভিযোগ পেয়েছি; তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ ইয়াসিন স্থানীয় ক্যাডার হিসেবে বহুল পরিচিত বলে স্বীকার করেন ওসি ইলিয়াস তালুকদার।
ফুলতলা থানায় সন্ত্রাসী ইয়াসিনের নামে ঘেরের মাছ লুট, হত্যাচেষ্টা ও মাদক কারবার সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড