সাগর মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুরে গোয়ালঘরে আগুন লেগে দুইটি গরুসহ ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৭ মে) উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল ভোরে হঠাৎ করে গোয়াল ঘরে আগুন ধরে মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে। পরে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। গোয়াল ঘরে থাকা ২টি গরুসহ ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড