শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার
কক্সবাজারে বাস্তবায়নাধীন জলবায়ু উদ্বাস্তুদের বিশেষায়িত আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (৭ এপ্রিল) দুপুর ১২টা সময় সেনাপ্রধান কক্সবাজার সদরের খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্পে পৌঁছালে প্রকল্পোর সার্বিক চিত্র তোলে ধরেন ৩৪ কনস্ট্রাকশন বিগ্রেডের কমান্ডার বিগ্রডিয়ার জেনারেল মাসুদুর রহমান।
এ সময় সেনাপ্রধান বলেন, ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছর ( ২০২৩ সাল) জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে।
এ সময় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল ফখরুল আহসানসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ, কক্সবাজার আন্তর্জাতিক মানের বিমান বন্দর সম্প্রসারণের কারণে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকায় আশ্রয় নেওয়া জলবায়ু উদ্বাস্তুদের জন্যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩ শ' ৩৩ কোটি ৬২ লাখ টাকা। যেখানে স্থায়ী মাথা গোজার ঠাঁই পাবে জলবায়ু উদ্বাস্তু ৩ হাজার ৮শ' ৮টি পরিবার।
প্রকল্পে থাকবে ১৩৯ টি পাঁচতলা ভবন, যার মধ্যে তৈরি হওয়া ২০টি ভবনে ৬০০ পরিবারকে ২০২০ সালে বুঝিয়ে দেওয়া হয়েছে দলিলসহ একটি করে ফ্ল্যাট। বাকী ১১৯ টি ভবন নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড