সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছে বর্তমান সরকার। তবে সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (৬ মে) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় আল-সাবিদ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গুনগত মান সম্মত চিকিৎসা সেবাই আমাদের মূল লক্ষ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাসপাতালটি উদ্বোধন করা হয়।
দেশের সব বেসরকারি হাসপাতালগুলোকে অর্থনৈতিক চিন্তা না করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে অত্যন্ত আন্তরিক। দেশ স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বেসরকারি হাসপাতালগুলোকে স্বল্প মুূল্যে জনগণকে চিকিৎসা সেবা দিতে হবে। দুঃস্থ, অসহায় ও সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে সঠিক চিকিৎসা সেবা পায়, সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। হাসপাতাল বেশি হলে রোগীরা ভাল সেবা পায়। আমরা চাই, রূপগঞ্জবাসী ভাল সেবা পাক।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল হালিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আল-সাবিদ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ গোলজার হোসেন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফিরোজ ভুঁইয়া, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।
আরও পড়ুন: ৫০ লাখ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে আ.লীগের সম্মেলন মঞ্চ
এছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, মেমোরী হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ ফারুকুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া ও সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, তারাবো পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছারোয়ার হোসেন রাছেল।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড