আবিদ মাহমুদ, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ে ৩টি গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বিকাল ৩টার দিকে উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার খুইল্ল্যা মিয়ার বাড়ি মো. হারুনের গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, মশার প্রকোপ থেকে গোয়াল ঘরে মধ্যে থাকা গরুগুলোকে রক্ষা করা জন্য ধূপ জ্বালান গরুর মালিক। সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয় লোকজন জানান, হাঠাৎ করে হারুনের গোয়ালঘরে আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে গিয়ে আগুন নেভার চেষ্টা করেন। এ সময় আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে চেষ্টা চালিয়ে আগুন নেভান তারা। তবে ততক্ষণে গোয়ালাঘরে থাকা গরুগুলো পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: গণ্ডগোল নিষ্পত্তি করতে গিয়ে ইউপি সদস্যের মৃত্যু
ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা যায়, তাদের এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়া জন্য তারা ঘর থেকে বাহির হচ্ছিল এ সময়ে তারা গোয়ালঘরে তালাবদ্ধ করেন। কিন্তু ধূপ জ্বালানো আগুন থেকে গরুর ঘরে আগুন লেগে ৩টি গরু পুড়ে মৃত্যু হয়। প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড