রহমত উল্যাহ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হার্ট অ্যাটাকে এক ইউপি সদস্যের মৃত্যু ঘটেছে। স্থানীয় যুবকদের কোন একটি বিষয় নিয়ে গণ্ডগোল নিষ্পত্তি করতে গিয়ে বাকবিতণ্ডা অবস্থায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
বৃহস্পতিবার (৫ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য মোঃ শাহ আলম (৬২) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালের দিকে ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় নিহত ইউপি সদস্যের এক ছেলের সাথে স্থানীয় যুবকদের কোন একটি বিষয় নিয়ে গণ্ডগোল বেঁধে যায়। খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম ঘটনাস্থলে গেলে স্থানীয়দের সাথে বাকবিতণ্ডা হয়।
এতে ওই সময় ইউপি সদস্য শাহ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সেখান থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
আরও পড়ুন: ক্যাম্প পালানো ২০৩ রোহিঙ্গা আটক
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মিজানুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড