রহমত উল্যাহ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরকে ‘বীর ৭’১ সম্মাননা প্রদান করা হয়েছে ।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২টার দিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ওবায়দুল কাদেরের হাতে ‘বীর মুক্তিযোদ্ধা’ স্বর্ণপদক ক্রেস্ট তুলে দেন তাঁর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এর আগে নিজ বাড়ির দরজায় পুলিশের গার্ড অব অনার শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।
পরে বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে উপজেলা ডাক বাংলোয় ইদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন সেতুমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, সংসদ সদস্য নিজাম হাজারি, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম, যুগ্ম-আহবায়ক শিহাবউদ্দিন শাহীন, যুগ্ম-আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্ল্যাহ খান সোহেল, বসুরহাট পৌরমেয়র কাদের মির্জাসহ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,২০১৯ সালের পর দীর্ঘ প্রায় ৩৩ মাস পর নিজ নির্বাচনী এলাকার কোম্পানীগঞ্জে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড