এম মোবারক হোসাইন, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইশাদ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহীন ও জীবন নামে আরও দুই কিশোর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের কৃষিখামার এলাকায় ধরধরা সেতুর ওপরে এই দুর্ঘটনাটি ঘটে।
মৃত ইশাদ একই উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার কুরবান আলীর ছেলে ও স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র৷ অন্যদিকে আহতরা হলেন, একই গ্রামের রাজু মিস্ত্রীর ছেলে শাহীন ও সামিউল ইসলামের ছেলে জীবন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ইশাদসহ তার দুই প্রতিবেশী শাহীন ও জীবনসহ বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছিলো। এ সময় কৃষিখামারের ভিতরে ধরধরা সেতুর উপর মোটরসাইকেল নিয়ে উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রোলিংয়ের সাথে ধাক্কা খেয়ে তিন জনে ছিটকে পড়ে যায়৷
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ইশাদকে মৃত ঘোষণা করেন এবং শাহিন ও জীবনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আরও পড়ুন: আইসিইউতে নিয়েও বাঁচানো গেল না পথচারীকে
দেবীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড