শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মীর সাইফুল (৬৫) আজ সকাল ৭টায় চট্টগ্রাম নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুলের সাথে থাকা তার নিকটতম প্রতিবেশী মোহাম্মদ নোমান। এ ঘটনায় আহত আব্দুল মোনাফ (৪০) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (৪ মে) সকাল ১১টায় বাঁশখালী আঞ্চলিক সড়কে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মীর পাড়া রাস্তার মাথা এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন পথচারীসহ দুজন আহত হয়েছেন। আহতদের সাইফুল নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সড়ক দুর্ঘটনায় নিহত মীর সাইফুল উপজেলার পুইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মীর পাড়া মোহছেন আলীর পুত্র, আহত আব্দুল মোনাফ একই উপজেলার সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: মাকে হারানোর পর বাবাও খুন, ৫ শিশুর দায় নেবে কে?
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) পুইছড়ি মীর পাড়া রাস্তার মাথা এলাকায় সাইফুল সড়ক পারাপার করার সময় সিএনজি অটোরিকসার ধাক্কায় গুরুতর আহত হয়। এ ঘটনায় সাইফুলের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ মে) সকালে মৃত্যুবরণ করেন সাইফুল।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড