খলিল উদ্দিন ফরিদ, ভোলা
ভোলার লালমোহনে মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল দুইটি রাজা ইলিশ। বুধবার (৪ মে) বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল মৎস্য ঘাটে এ ইলিশ পাওয়া গেছে।
জানা গেছে, জেলে গিয়াস উদ্দিন মাঝির নৌকায় মাছ দুইটি ধরা পড়ছে। মাছ দুটি ওজনে আড়াই কেজি করে ৫ কেজি হবে। এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জেলেরা জানান।
স্থানীয় জেলেরা জানান, ইলিশ ধরার শুরুতে জেলেদের জালে তেমন মাছ ধরা পড়েনি। তবে গত ২/৩ দিন ধরে ইলিশ ধরা পড়ছে।এতে হাসি ফুটেছে জেলেদের।
জেলে গিয়াস উদ্দিন মাঝি বলেন, দুপুর ১২ টার দিকে লালমোহনের বাত্তির খাল থেকে ১১ জন জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকাল ৪টা পর্যন্ত জাল বেয়ে দুটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০টি ইলিশ মাছ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এতো বড় মাছ এর আগে জেলেদের জালে ধরা পড়েনি। তবে মাছ দুটি ঘাটে আনা হলেও তা বিক্রি হয়নি। তা বৃহস্পতিবার সকালে বিক্রির জন্য রেখে দেয়া হয়েছে।
জেলে মনির হোসেন মাঝি জানান, সকালে প্রায় ২ কেজি ওজনের ২টি ইলিশ পাইছি। আড়তে নিয়ে ২টি ইলিশ বিক্রি করেছি ৭ হাজার ৯শ টাকায়। এ রকম প্রতিদিন ২/৩ টি করে জেলেদের জালে ইলিশ পাওয়া যায়।
বাত্তিরখাল মৎস্য ঘাটের আড়ৎদার মো. শাহিন বলেন, ২/৩ দিন ধরে জেলেদের জালে বড় সাইজের মাছ ধরা পড়ছে। তবে এ দুটি মাছ কিছুটা বড় ছিল।
আরও পড়ুন: সমুদ্র সৈকতে ৪৪৩ রোহিঙ্গা আটক
লালমোহন উপজেলার মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, টানা ২ মাস নিষেধাজ্ঞা ছিল। তখন নদীতে জেলেরা মাছ শিকারে যেতে পারে নাই। এই ২ মাসে মাছের আকার অনেক বড় হয়েছে। তাই জেলেদের জালে বড় ইলিশ পাওয়া যাচ্ছে। ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড