মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রায় পৌনে ৪ কেজি গাঁজা ও একটি ১০০ সিসির মোটর বাইকসহ সম্বংর চাকমা (৫০) নামে এক গাঁজা কারবারিকে আটক করেছে লংগদু সেনা জোন। আটক সম্বংর চাকমা রাঙ্গামাটির লংগদুর দজরপাড়ার গোপাল চন্দ্র চাকমার ছেলে।
বুধবার ( ৪ মে) বিকাল ৪ দিকে ৩ বীর লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মো. রিয়াজ আহমেদ পিএসসির নেতৃত্ব লংগদু সেনা জোনের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় একটি ১০০ সিসি মোটরসাইকেল ছাড়াও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, লংগদু ইউনিয়নের বড়াদম এলাকার রাঙ্গাপানিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে হতে মোটরসাইকেলে পরিবহন করা অবস্থায় ৩.৮ কেজি গাঁজা ও একটি মোটর বাইকসহ একজনকে আটক করা হয়।
আরও পড়ুন: জমিদার বাড়িতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
পরে সন্ধ্যায় আটককৃত ব্যক্তি ও গাঁজাগুলো লংগদু থানার এসআই দয়াল হরির নিকট হস্তান্তর করা হয়।
লংগদু থানা সূত্রে জানা গেছে, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড