এম মোবারক হোসাইন,পঞ্চগড়
পঞ্চগড় সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৪ মে) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট-তালমা সড়কের জমাদারপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন (১৮), একই এলাকার তারেক বিল্লালের ছেলে শিশির (১৭) এবং কাব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (১৭)। তারা তিনজন সম্পর্কে একে অপরের চাচাতো ভাইও।
আহতরা হলেন, একই ইউনিয়নের সরদারপাড়া এলাকার মজিবুল হকের ছেলে পমুল ইসলাম (২১) এবং সুরুজ আলীর ছেলে রাজু মিয়া (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইদ উপলক্ষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে মহারাজার দিঘীর পাড়ে যাচ্ছিলেন। জমাদারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এতে ঘটনাস্থলেই মারা যান নতুন, শিশির ও আবু বক্কর সিদ্দিক। আর আহত হন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের দুই আরোহী।
আরও পড়ুন: পিকআপ ভ্যান চাপায় দুই ভাই নিহত
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, মরদেহগুলো সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড