সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে এসিআই গোদরেজ প্রাইভেট লিমিটেডের ভাড়া নেওয়া গুদামে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক।
বুধবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া জগাইর মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে হঠাৎ গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে মুসল্লিরা মসজিদের মাইকে মহল্লাবাসীকে ডাকেন। গ্রামবাসী আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
গুদামের মালিক ও ব্যবসায়ী নূর কায়েম সবুজ বলেন, এসিআই গোদরেজ প্রাইভেট লিমিটেডকে গুদামটি ভাড়া দেওয়া হয়েছে। তারা সেখানে মুরগির খাবার মজুদ রেখেছেন। এখানে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। তারপরও কীভাবে আগুন লাগলো, সেটা বুঝতে পারছি না। এ অগ্নিকাণ্ডে গুদামের অবকাঠামোরই প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ মুরগির খাবার নষ্ট হয়েছে।
আরও পড়ুন: গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন’টি ইউনিট গিয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড