মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ)
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ শুরুর পর থেকেই এটি যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটিতে প্রতিনিয়ত ঘটছে মারাত্মক দুর্ঘটনা, আর এতেই ঝরছে তাজা প্রাণ। ইদের দিন সিংগাইরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ফজলে রাব্বি পরাগ (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
নিহত তরুণ রাজবাড়ী জেলার সদর থানার বিনোদপুর ইউনিয়নের হরিসভা গ্রামের ইঞ্জি. আব্দুর রাজ্জাকের ছেলে। নিহতের চাচাতো ভাই তার পরিচয় নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৩ মে) বিকাল ৫টার দিকে আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ-দেউলি ব্রিজ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, ঢাকার মিরপুরে শ্বশুরবাড়িতে থাকা সন্তানসম্ভবা স্ত্রীকে দেখে নিজ বাড়ি রাজবাড়ী যাওয়ার পথে দেউলি ব্রিজ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সেফটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় আঘাত পেয়ে সড়কের ঢালে পরে যান। মাথা ফেটে অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন : ইদে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে কিশোর গ্যাংয়ের হাতে খুন
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার স্বজনরাও এসেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড