সারাদেশ ডেস্ক
পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩ মে) বিকেলে উপজেলার পশ্চিম উচনা সীমান্তের ২৮১ মেইন পিলার এলাকায় হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার মোজ্জামেল হক বিএসএফের গয়েশপুর ক্যাম্প কমান্ডার এন পি প্রধান ও চকগোপাল ক্যাম্প কমান্ডার সারাবজিৎ সিংকে মিষ্টি উপহার দিয়ে ইদের শুভেচ্ছা জানান। পক্ষান্তরে বিজিবিকেও মিষ্টি উপহার দেয় বিএসএফ। এসময় বিজিবি ও বিএসএফের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
হাটখোলা বিজিবির ক্যাম্প কমান্ডার মোজ্জামেল হক বলেন, ‘পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক ও ক্যাম্প কমান্ডারের পক্ষে বিএসএফকে মিষ্টির প্যাকেটগুলো উপহার দেওয়া হয়। সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে উভয় দেশের ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি-বিএসএফকে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সু-সম্পর্ক বজায় থাকে।’
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড