সারাদেশ ডেস্ক
পিরোজপুরের ইন্দুরকানীতে আতশবাজিতে ইদ্রীস হাওলাদার (২২) নামে এক যুবকের হাত ও চোখ ঝলসে গেছে।
সোমবার (০২ মে) সন্ধ্যার পরে ইন্দুরকানী বাজারের এলজিইডি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
ইদ্রীস হ্ওালাদার উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের সেউতিবাড়ীয়া গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে। জানা গেছে, ইদের আনন্দে চাঁদ রাত উপলক্ষ্যে নিজের বানানো আতশবাজি ফুটাচ্ছিলেন ইদ্রীস। এ সময় আগুনে তার হাত ও এক চোখ মারাত্মকভাবে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তিনি পেশায় গ্যারেজ মেকার।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, ইদ্রীসকে উদ্ধার করে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আতশবাজির ব্যাপারে সতর্ক করা হচ্ছে।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড