সারাদেশ ডেস্ক
মানিকগঞ্জের পৌর এলাকার বেউথা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম মহিদুর রহমান (৩০)।
মঙ্গলবার (৩ মে) দুপুরে সদর উপজেলার বেউথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহিদুর রহমান সদর উপজেলার সরুন্ডি এলাকার মফিজুল ইসলামের ছেলে। তিনি ইদ উপলক্ষ্যে মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়েছিলেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (এসআই) বাবলু মিয়া বলেন, ‘মহিদুর মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। তিনি বেউথা এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মহিদুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ঢাকা নেওয়ার পথেই তিনি মারা যান।’
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড