মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৩২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১। বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়।
মঙ্গলবার (৩ মে) সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২ মে) সকালে চিটাগাংরোড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীকে আটক করা হয়েছে।
আটককৃত আসামি অংপ্রু (৬২) কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত শাহ অংগিউ এর ছেলে।
আরও পড়ুন: আনন্দের বদলে চলছে শোকের মাতম
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটককৃত আসামি দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে পেটের ভিতর করে ইয়াবা পাচার করে আসছিল। আমরা খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করে নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়াতে জরুরি অবজারভেশ ওয়ার্ডে ডাক্তার এবং ঔষধের দ্বারা তার পেট থেকে নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।
আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড