কাজী রিপন, টাঙ্গাইল
ইদ-উল-ফিতরের নামাজের প্রস্তুতি হিসেবে নদীতে গোসল করার সময় বজ্রপাতে তিন যুবকের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দশকিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মালেক ভূইয়া।
মঙ্গলবার (৩ মে) সকাল নয়টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে নিউ ধলেশ্বরী নদী পাড়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মগড়া পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও হাতিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৭), জুলহাস উদ্দিনের ছেলে ফয়সাল (১৭) ও আব্দুর রাজ্জাকের মেয়ের জামাই জুলহাস (২০)।
আরও পড়ুন: পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীকে আহত করে থানায় স্ত্রী
আহতরা হলেন, আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব (১৫) ও আশরাফুলের ছেলে জাহিদ (২০)। এ ঘটনায় আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও নিহত তিনজনকে দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দশকিয়া ইউপি চেয়ারম্যান এম এ মালেক ভূইয়া।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড