হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মসজিদে ইতেকাফ অবস্থায় মজিবর রহমান (৭০) নামে ধর্মান্তরিত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন।
সোমবার (২ মে) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট ইদ জামে মসজিদে ১০ দিনের ইতেকাফ নেয়া অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মজিবর রহমান ওই এলাকার আকন্দপাড়া গ্রামের মৃত: ধীরেন্দ্রনাথ সাহার ছেলে। স্বাধীনতা যুদ্ধের পূর্বে মজিবর রহমান সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন।
আরও পড়ুন: দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির সহায়তা
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, নিহত ব্যক্তি মসজিদে ১০দিনের ইতেকাফ নেয়া অবস্থায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন বলে জেনেছি। পরিবার জানিয়েছে তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানান রোগে ভুগছিলেন। সোমবার বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড