সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিতা স্পিনিং মিল নামের একটি সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ মে) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দুলাল মিয়া জানান, মিতা ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা, নারায়ণগঞ্জ, ঢাকাসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে। সমবেত চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটির জুটের গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: যানবাহন শূন্য মহাসড়ক, স্বস্তিতে মানুষ
এদিকে, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) এমপি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড