শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
বাঁশখালীর প্রবীণ শিক্ষাবিদ মাস্টার জাফর আহমদ মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২ মে) ভোর ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বিদায় বেলায় তিনি দুই ছেলে চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে রোটারিয়ান মুবিনুল হক মুবিন নিশ্চিত করেছেন, আজ সোমবার বিকাল ৫টা ৩০ মিনিটে পুঁইছড়ি ইউনিয়নের পণ্ডিতকাটা গ্রামের খালিদ বিন জামে মসজিদের মাঠে প্রবীণ এই শিক্ষাবিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে যথাযথ মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জীবদ্দশায় মাস্টার জাফর আহমদ পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, বারবাকিয়া ফাঁসিয়াখালী কামিল মাদরাসা, দক্ষিণ পুঁইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদরাসা, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত সফলতা ও দক্ষতার সঙ্গে শিক্ষকতা করেছেন।
আরও পড়ুন : ১৮৬ ইমাম-মুয়াজ্জিন পেলেন প্রধানমন্ত্রীর উপহার
এ দিকে তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও সুধী মহল শোক প্রকাশ করেছেন। তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড