সাদ্দাম হোসেন, সাভার (ঢাকা)
প্রতি বছরের ন্যায় এবারও সমাজের অসহায় ও দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এক মিনিটের ইদ বাজার আয়োজন করা হয়েছে।
রবিবার (১ মে) দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এক মিনিটের এ ইদ বাজারের আয়োজন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর।
এক মিনিটের এই ইদ বাজারে শিশুদের জন্য নতুন জামা, নারীদের জন্য শাড়ি, পুরুষদের জন্য লুঙ্গি, জুতাসহ বিভিন্ন ধরনের ইদ উপহার বিনামূল্যে বিতরণ করা হয়। একই সাথে পোলার চাউল, সেমাই-চিনি ও মুরগি দেওয়া হয়।
রবিবার দ্বিতীয় দিন তিন হাজার মানুষ এই ইদ বাজার থেকে এসব সামগ্রী পছন্দ মত বিনামূল্যে নিতে পেরেছেন। এই ধারাবাহিকতা চলবে ইদের আগেরদিন পর্যন্ত।
আরও পড়ুন: রাস্তায় পাওয়া ২৫ লাখ টাকা ফেরত দিলেন ট্রাকচালক
দুস্থদের জন্য ব্যতিক্রমধর্মী ইদ বাজার আয়োজন করায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর দেশ-বিদেশে প্রশাংসা পেয়েছেন।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড