মোঃ রাফিকুর রহমান লালু, রাজশাহী
রাজশাহী মহানগরীতে এক কুখ্যাত ছিনতাইকারী ও তার সহযোগীকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়ার আলহাজ্ব খোদাদাদ ইয়ামিত সেলির ছেলে মো. সালেকীন ইয়ামিন শাওন (৩৮) ও ছিনতাইকৃত মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত সহযোগী আসামি সুলতানাবাদের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সোহানুর ইসলাম মিম (১৯)।
ঘটনা সূত্রে জানা যায়, নগরীর বোয়ালিয়া মডেল থানার সাথী (ছদ্মনাম) গত ২৫ এপ্রিল বিকেল সোয়া ৫ টায় অলকার মোড় হতে হেঁটে বাড়ি ফিরছিল। সে ষষ্ঠিতলা পাপিয়া টেইলার্সের সামনে পৌঁছালে পিছন থেকে কালো রংয়ের মোটরসাইকেলে দুইজন ব্যক্তির মধ্যে পিছনে বসে থাকা ব্যক্তিটি সাথীর ভ্যানিটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে থিম ওমর প্লাজার দিকে চলে যায়। ভ্যানিটি ব্যাগে সাড়ে ৪ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিলো। সাথীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মামলার পর উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেনের তত্ত্বাবধানে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আসামিদের নাম ঠিকানা ও অবস্থান শনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করেন। পরবর্তীতে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামি শনাক্ত করে। এরপর সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া) এর নেতৃত্বে এম শহীদুল্লাহ কায়সার ও তার টিম শনিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাইকারী মো. সালেকীন ইয়ামিন শাওন ও ছিনতাইকৃত মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত সহযোগী আসামি মো. সোহানুর ইসলাম মিমকে গ্রেফতার করেন।
আরও পড়ুন: বৃদ্ধকে পিটিয়ে মারলো মেয়ে, জামাই ও নাতি
এ সময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড