• বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাস্তা দখল করে অবৈধ পার্কিং, ইদযাত্রায় ভোগান্তির শঙ্কা

  মো. শাকিল শেখ, আশুলিয়া (ঢাকা)

০১ মে ২০২২, ১০:১৫
রাস্তা দখল করে অবৈধ পার্কিং, ইদযাত্রায় ভোগান্তির শঙ্কা
রাস্তা দখল করে অবৈধ পার্কিং করা যানবাহন (ছবি : অধিকার)

ঢাকার আশুলিয়ায় মহাসড়কে অবৈধ পার্কিংয়ের মাধ্যমে দুই লেনের সড়ককে অর্ধেক লেনে নামিয়ে এনেছে যাত্রীবাহী লোকাল বাসসহ বিভিন্ন যানবাহন। ফলে মাঝে মধ্যেই সৃষ্টি হচ্ছে তীব্র আকারের যানজট। সড়কে দাঁড়িয়ে থাকা এসব পরিবহণ চলমান ইদযাত্রায় বাঁধা সৃষ্টি করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

রবিবার (১ মে) সকাল থেকে মহাসড়ক ঘুরে দেখা যায়- নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী বাস স্ট্যান্ড থেকে বলিভদ্রবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কে এ ধরনের পার্কিং করে রাখা হয়েছে। ফলে প্রধান লেনের অর্ধেক সড়ক দিয়ে ব্যাপক ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।

দুর্ভোগে পড়া যাত্রীদের অভিযোগ, আসলে আমাদের সড়ক পর্যাপ্ত রয়েছে। যত প্রশস্ত সড়ক আমাদের রয়েছে এতে যানজট হওয়ার কোনো কথা নয়। কিন্তু আমরা যানজটে পরি। আসলে সড়ক সংস্কার আর লেন বৃদ্ধি করলে যানজট ঠেকানো সম্ভব না। যানজট নিরসনে সকল ট্রাফিক আইন প্রয়োগ করা উচিৎ। একমাত্র তাহলেই যানজট কমবে।

যাত্রীরা বলেন, আমরা পলাশবাড়ি থেকে বাইপালে খুব কষ্ট করে এসেছি। পার্কিংয়ের কারণে মহাসড়ক আঞ্চলিক সড়কে পরিণত হয়েছে। প্রায় তিন কিলোমিটার সড়ক দখল করে পার্কিং করা হয়েছে। এতে করে চলতি বাসের চালকরা ঝুঁকি নিয়ে যাত্রা করছেন। তাই আমরা সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।

আরও পড়ুন : উপকূলবাসী আজও আঁতকে ওঠেন সেই রাতের দুঃসহ স্মৃতিতে

অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখা বাস চালকেরা বলেন, আমরা ২০ মিনিট পরেই যাত্রী নিয়ে চলে যাব। আর যাওয়ার সড়ক তো আমরা ফাঁকা রেখেছি। এই ফাঁকা সড়ক দিয়ে বাস অনায়াসে যেতে পারবে। আমাদের গাড়িতে অর্ধেক যাত্রী হয়েছে। গাড়ি ভরলেই ছেড়ে দেব। আমরা তো এখানে স্ট্যান্ড বানাইনি। আমরা যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়েছি মাত্র। আর আমাদের দোষ কোথায়। সামনে থেকেই তো এভাবে পার্কিং করা। আমরা চাইলেও তো এখন বের হতে পারব না।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক মোস্তফা বলেন, আমরা গতকাল র‌্যাকার দিয়ে এসব যানবাহন জব্দ করেছি। আজকেও র‌্যাকার যাবে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সে জন্য আমরা কাজ করে চলেছি। তবে দুই একটা গাড়িতে র‌্যাকার লাগানো হলে সড়কে একটি গাড়িও থাকে না।

আরও পড়ুন : বিস্কুটের দাম কম দেওয়ায় ক্রেতার মাথা ফাটাল দোকানি

তিনি আরও বলেন, আমরা যখন চলে আসি- সাথে সাথেই আবার তারা পার্কিং করে। এক স্থানে থাকাটাও তো সম্ভব নয়। সড়কের সব স্থানে আমাদের কাজ করতে হচ্ছে।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড