• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীর পূজামণ্ডপে থাকছে ৪ স্তরের নিরাপত্তা

  ফেনী প্রতিনিধি

১৬ অক্টোবর ২০১৮, ০৩:১২
দূর্গাপূজা
ছবি : দৈনিক অধিকার

আসন্ন দূর্গোৎসব উপলক্ষে ফেনীর পূজা মণ্ডপগুলোতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ৭ শত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে জেলার ১৪২ টি মণ্ডপে । পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার আরও জানান, জেলার ৬ উপজেলার মণ্ডপগুলোতে নিরাপত্তার জন্য তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এর মধ্যে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সদর ও ফুলগাজী উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলায় সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত চাকমা দায়িত্ব পালন করবেন।

এছাড়াও দুই জন ইন্সপেক্টরের নেতৃত্বে আরও দুটি স্তর রাখা হয়েছে। সাব-ইন্সপেক্টরদের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে মোবাইল টিম থাকবে। প্রতিটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে একজন এ এস আই সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। সেখানে অস্ত্রধারী ২ জন পুলিশ সদস্য,২ জন আনসার সদস্য ,৬ জন নিরস্ত্র পুরুষ আনসার সদস্য ও ৪ জন মহিলা আনসার সদস্য দায়িত্ব পালন করবে। সাধারণ পূজা মণ্ডপগুলোতে নায়েক, হাবিলদার, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড