সারাদেশ ডেস্ক
টাঙ্গাইলের ভূঞাপুরে এক স্কুলছাত্রীর মা-বাবাসহ বাড়িতে কেউ ছিল না। চতুর্থ শ্রেণির ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে গেলে একই সাথে মো. আব্বাস (২৫) নামে নামে এক যুবক জোরপূর্বক বাথরুমে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেছে।
এ সময় স্কুলছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে গেলে আব্বাস পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামি আব্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আব্বাস উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের পশ্চিমপাড়ার জয়নালের ছেলে।
গ্রেফতারকৃত ধর্ষক আব্বাসকে শুক্রবার (২৯ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে এবং শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাষান্ড স্বামীর কাণ্ড, ভিডিয়ো ভাইরাল
বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, মামলা করার পরই অভিযান চালিয়ে অভিযুক্ত আব্বাসকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড