• বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

২৯ এপ্রিল ২০২২, ১৩:০৩
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশাচাপায় বীর মুক্তিযোদ্ধা মো. রহমত উল্লাহ ভূ্ঁইয়া নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তিযোদ্ধা উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শ পাড়ার এলাকার বাসিন্দা। তিনি ১১ নং সেক্টর ( ভারতের তোরা) হতে ট্রেনিং প্রাপ্ত হয়ে "মেঘনা রিভার অপারেশন ফোর্স "এর অধীনে এম এ হামিদের (কোম্পানি কমান্ডার) নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধে অংশ গ্রহণ করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন তথ্যভিত্তিক লেখা লিখেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, পবিত্র লাইলাতুল কদরের নামায মসজিদে আদায়ের জন্য বাড়ি থেকে রওনা দেয় নিহত মো. রহমনত উল্লাহ ভূঁইয়া। আদর্শপাড়া হতে মসজিদে যাবার সময় কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক পার হবার সময় বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশাচাপায় গুরুতর আহত হয় তিনি। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তার আত্মীয় স্বজনদের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।

ওডি/মাহমুদ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড