• বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবৈধভাবে মহাসড়ক দখল, ইদযাত্রায় যানজট-দুর্ঘটনার শঙ্কা

  মো. আফসার খাঁন বিপুল, কালিয়াকৈর (গাজীপুর)

২৯ এপ্রিল ২০২২, ১০:০৩
অবৈধভাবে মহাসড়ক দখল, ইদযাত্রায় যানজট-দুর্ঘটনার শঙ্কা
মহাসড়কে অবৈধভাবে অটোরিকশা চলছে (ছবি : অধিকার)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর অংশে গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিনের শুরুর দিকে যানবাহন থাকলেও যাত্রীদের চাপ ছিল অনেকটা কম। তবে বিকালের দিকে যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও তেমন যানজটের সৃষ্টি হয়নি। আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকালেও প্রায় একই চিত্র ছিল মহাসড়কে। কিন্তু অবৈধভাবে মহাসড়কের ফুটপাত দখল করে দোকানপাট ও অটোরিকশার কারণে এবারের ইদযাত্রায় যানজট ও দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এখনই এসব ফুটপাত উচ্ছেদ ও নিষিদ্ধ অটোরিকশা বন্ধ করা না হলে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হবেন বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

এলাকাবাসী, পরিবহন শ্রমিক-যাত্রী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মহাসড়কের পর্যাপ্ত যানবাহন থাকলেও যাত্রীদের চাপ কম। বিকালে যাত্রীদের কিছুটা চাপ বাড়লেও যানজট সৃষ্টি হয়নি। এবারের আসন্ন ইদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩শ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যদিও কালিয়াকৈর উপজেলার পল্লিবিদ্যুৎ, সফিপুর, হরিণহাটি, চন্দ্রা ও চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়াসহ বিভিন্ন এলাকায় এ মহাসড়ক ঘেঁষে ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ দোকানপাট এখনো উচ্ছেদ করেনি হাইওয়ে পুলিশ। এসব এলাকায় যানজটের সৃষ্টি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ দিলেও অজ্ঞাত কারণে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে না হাইওয়ে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে এসব দোকানদাররা বলেন, হাইওয়ে পুলিশের সঙ্গে আমাদের মাসিক চুক্তি আছে। এছাড়াও স্থানীয় নেতাকর্মীদেরও দোকান প্রতি প্রতিদিন ১৫০-৩০০ টাকা চাঁদা দিয়েই আমরা ব্যবসা করতেছি।

অপর দিকে হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে এখনো দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ অটোরিকশা। হাইওয়ে পুলিশ ও নেতাকর্মীদের ম্যানেজ করেই মহাসড়কে বিভিন্ন স্টিকার নিয়ে এসব অটোরিকশা চলাচল করছে। বিনিময়ে প্রতিদিন অটোরিকশা প্রতি ৩০ টাকা করে এবং মাসিক দুই হাজার থেকে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করছে একটি চক্র। ওই চাঁদার টাকার ভাগ হাইওয়ে পুলিশের পকেটেও যাচ্ছে বলে অভিযোগ আছে। কিন্তু মহাসড়কে অবৈধ দোকানপাট ও নিষিদ্ধ অটোরিকশার কারণে এবারের ইদযাত্রায় যানজট ও দুর্ঘটনার আশঙ্কা করছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।

আরও পড়ুন : দখল-দূষণে ধ্বংসের দ্বারপ্রান্তে নালা-খাল

ফুটপাতের দোকান উচ্ছেদ করা হলেও তা আবারও বসানো হয় বলে অকপটে স্বীকার করেন সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, তিনি জানান, ফাঁক ফোকর দিয়ে অটোরিকশা চলাচল করে। কিন্তু স্টিকার দিয়ে কিভাবে অটোরিকশা চলে? তা আমার জানা নেই। তবে এবারের ইদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড