মাহফুজ আলম প্রিন্স, রংপুর
ন্যায্যমূল্য নিশ্চিত এবং বিদেশে রফতানির দাবিতে রংপুরে মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের নগরীর সাতমাথায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দু’পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন।
কৃষকদের অভিযোগ, সবকিছুর দাম বাড়ার কারণে এবার কেজিপ্রতি আলু উৎপাদনে খরচ হয়েছে ১১ থেকে ১৩ টাকা। কিন্তু মাঠপর্যায়ে আলু বিক্রি হচ্ছে আট থেকে নয় টাকা কেজি দরে। এতে তারা উৎপাদন খরচ তুলতে না পেরে বিপাকে পড়েছেন।
মাহিগঞ্জ এলাকার চাষি নয়ন মিয়া বলেন, ‘আলু আবাদ করি ধ্বংস হয়া গেছি। এখন চাষিদের হাতে কিছুই নেই। সব শেষ হয়ে গেছে।’
আরেক কৃষক আউয়াল হোসেন বলেন, ‘বিদেশে রফতানির সুযোগ তৈরি হলে এই লোকসান থেকে রক্ষা পাবে কৃষক। আমরা চাই এখান থেকে সরাসরি বিদেশসহ দেশের বিভিন্ন স্থানে আলু সরবরাহ করা হোক।’
দেউতি এলাকার আরিফুল ইসলাম বলেন, ‘বর্তমানে আলুর যে বাজার দর এতে চাষি-ব্যবসায়ী উভয়েই লোকসানের মুখে পড়েছি। এ বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়া উচিত।’
আরও পড়ুন : পুরুষশূন্য গাজীপুরের একটি গ্রাম!
প্রায় পৌনে এক ঘণ্টা পর পুলিশ এসে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড