সারাদেশ ডেস্ক
মাগুরা সদরে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে আসাদুজ্জামান আসাদ (৩০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার মা আলেয়া বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২২ এপ্রিল) রাতে বাটিকাডাঙ্গা গ্রামে তার নিজ বাড়িতে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। নিহত আসাদ বাটিকাডাঙ্গা গ্রামের তৈয়েবুর রহমানের ছেলে।
নিহতের প্রতিবেশী কামরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আসাদ ইজিবাইক চালিয়ে শহর থেকে বাড়িতে আসেন। এরপর ইজিবাইকটি চার্জে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মা আলেয়া বেগম তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে আসাদের মৃত্যু হয়। তবে তার মা এখন শঙ্কামুক্ত।
আরও পড়ুন : এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবে না : খাদ্যমন্ত্রী
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বাটিকাডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড