জাহাঙ্গীর আলম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ভস্মীভূত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার হাইলধর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুনিরবিল এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় আনোয়ারা ফায়ার সার্ভিসের ২টি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত মো. সেলিমের পুত্র মেজবাহ উদ্দিন বলেন, সকালে হাইলধর ইউনিয়নের কুনিরবিল আবুল খায়েরের বাড়ির জসিম উদ্দিনের ঘরে রান্নার চুলা থেকে অসাবধানতাবশত আগুন ধরে যায়। এরপর মো. মোরশেদ, সেলিম উদ্দিন, নাছির উদ্দিন ও করম আলীর ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে আনুমানিক ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন : বৃষ্টির দাপটে আলুচাষিদের সর্বনাশ
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. বেলাল জানান, আগুনের খবর শুনে ফায়ার সার্ভিসের ২টি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড