সারাদেশ ডেস্ক
বাগেরহাটের ফকিরহাটে গলা ও মুখ বাধা অবস্থায় ফরিদা বেগম ওরফে জাহানারা (৫৫) নামের এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বারাশিয়া গ্রামে তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় কেউ শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে।
ফরিদা বেগম বারাশিয়া গ্রামের মৃত রবিউল ইসলাম সরদারের স্ত্রী। একমাত্র মেয়ে শ্বশুর বাড়িতে থাকায় একাই স্বামীর বসত ঘরে থাকতেন ফরিদা বেগম।
আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের তাণ্ডবে স্কুল ভাঙচুর
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।’
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড