সারাদেশ ডেস্ক
চাঁদপুর শহরে দ্রুতগতির পিকআপচাপায় মোটরসাইকেলের থাকা সামির ইয়াসির সুশান (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুশান। এর আগে গতকাল শনিবার রাতে শহরের হাজি মহসিন সড়কের দ্বারকা নাথ উচ্চ বিদ্যালয় (ডিএন স্কুল) এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুশান চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকার সফিকুর রহমান পাটোয়ারী ও শাহিদা কুলসুম শ্যামলী দম্পতির ছোট ছেলে।
তার স্বজনরা জানান, সন্ধ্যার পর বাসা থেকে সুশান মোটরসাইকেল নিয়ে শহরে বের হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত সুশানকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোররাতে মারা যান তিনি।
আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের তাণ্ডবে স্কুল ভাঙচুর
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান, ঘাতক পিকআপের চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় এখনো কোনো অভিযোগ দেয়নি।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড