সারাদেশ ডেস্ক
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামের পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই ভাই হলো- সাইমুন হোসেন (৭) ও তামিম হোসেন (৫)। তারা মুকুন্দসার গ্রামের পাটওয়ারী বাড়ির সাইফুল পাটওয়ারী ছেলে। রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাদী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালের পর থেকে সাইমুন ও তামিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের তাণ্ডবে স্কুল ভাঙচুর
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড