• বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, শ্বশুর গ্রেফতার

  মো.আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

১০ এপ্রিল ২০২২, ১৯:৪৪
গ্রেফতারকৃত আসামি (ছবি: অধিকার)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে (১৮) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. কামাল হোসেন খন্দকারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১০ এপ্রিল) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এর আগে শনিবার (৯ এপ্রিল) রাত ১২টার দিকে পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বিবাদী প্রায়ই তার পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিবাদীর প্রস্তাবে রাজি না থাকায় বিবাদী তাকে (ভিকটিম) প্রায়ই ভয়ভীতি প্রদর্শন করতো। গত ২৪ মার্চ বিকাল ৪টায় বিবাদী তার ছেলে ও ভুক্তভোগীর স্বামীকে দোকান থেকে কয়েল আনার জন্য পাঠায়। এরপর বিবাদী ভিকটিমকে তার সাথে শারীরিক মেলামেশা করতে বলে। সে রাজি না হওয়ায় তাকে জড়িয়ে ধরলে ভিকটিম চিৎকার করে এবং তার ডাক-চিৎকারে বাসার অন্য সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় থানায় গিয়ে অভিযোগ দিলে উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল শনিবার রাতে তাকে গ্রেফতার করে। রবিবার দুপুরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় অভিযুক্ত শ্বশুর কামাল হোসেন খন্দকারকে আদালতে পাঠায় পুলিশ।

আরও পড়ুন : কান্না বাড়ছে তিস্তা পাড়ের মানুষের

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান পিপিএম বার জানান, গ্রেফতারকৃত কামাল হোসেন খন্দকারের ছেলে আব্দুল আজিজ জুয়েল কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় প্রায়ই তার পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিবাদীর প্রস্তাবে রাজি না থাকায় বিবাদী তাকে (ভিকটিমকে) প্রায়ই ভয়ভীতি প্রদর্শন করতো।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড