• বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

  মোঃ আফসার খাঁন বিপুল, কালিয়াকৈর (গাজীপুর)

১০ এপ্রিল ২০২২, ১৭:৩৫
চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে অপরাধ দমনে বিভিন্ন সড়কে রাতে পুলিশী টহল অব্যাহত থাকলেও থামছেই না ছিনতাই-ডাকাতি। এর মধ্যে শনিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার কালামপুর এলাকায় সড়কে গাছ ফেলে চালককে এলোপাথারী কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আহত অটোরিকশা চালক হলেন, কালিয়াকৈর উপজেলার কালামপুর গোবরেরটেক এলাকার আব্দুল কুদ্দুস মিয়া (৫০)।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুস গত শনিবার রাত ১টার দিকে যাত্রী বহনের উদ্দেশ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা যাচ্ছিলেন। যাওয়ার পথে চন্দ্রা-সিনাবহ সড়কের কালামপুর এলাকায় পৌছলে শিল্পকুঞ্জ পার্কের পাশে একদল ছিনতাইকারী গাছ কেটে ফেলে তার গতিরোধ করে। এ সময় আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারীরা এলোপাথারি কুপিয়ে তাকে আহত করে। পরে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এ সময় আহত চালকের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তার উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অপরাধ দমনে বিভিন্ন সড়কে রাতে পুলিশের টহল অব্যাহত থাকলেও যেন থামছেই না ছিনতাই-ডাকাতি। এদের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়ছেন অনেক পরিবার।

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভান্নারা বাজারে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে একদল ছিনতাইকারী। পরে তারা ওই বাজারের ব্যবসায়ী লাবিব উদ্দিনকে কুপিয়ে তার কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। কিন্তু এখনো লুণ্ঠিত পাঁচ লাখ টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: বিপুল পরিমাণ মাদকসহ ২ কারবারি আটক

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খাঁন জানান, সড়কে গাছ ফেলে ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পাঁচ লাখ টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ওডি/এমকেএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড